Categories
আন্দোলন সম্পর্কে

ঈশ্বর কিভাবে সাধারন বিষয়গুলিকে বৃদ্ধি করছেন এবং বহুগুণে বৃদ্ধি দান করছেন

ঈশ্বর কিভাবে সাধারন বিষয়গুলিকে বৃদ্ধি করছেন এবং বহুগুণে বৃদ্ধি দান করছেন

লি উড দ্বারা লিখিত –

২০১৩ সালের মার্চ মাসে আমি একটি শিষ্যত্ব প্রশিক্ষণের শিবিরে যোগদান করি যার ব্যবস্থাপনায় ছিলেন কার্টিস সার্জেন্ট। এই শিবিরের লক্ষ্য ছিল ঈশ্বরের আজ্ঞাবহ হওয়া এবং অন্যদের প্রশিক্ষণ প্রদান করা কিভাবে তারা শিষ্য নির্মাণকরতে পারে , এবং সহজ গৃহ

মণ্ডলীর সংখ্যা দ্রুত বৃদ্ধি লাভ করে। আমি অত্যন্ত ইচ্ছুক হৃদয়ে এই শিষ্যত্বের প্রশিক্ষণে যোগদান করি। আমি উপলব্ধি করেছিলাম যে কেন আমাদের শিষ্য হিসাবে আহ্বান করা হয়েছে – যেন এই জগত জানতে পারে – কিন্তু কিভাবে তা সম্ভব সেই বিষয়ে নিশ্চিত ছিলাম না। প্রশিক্ষণের সময়ে, আমরা শিখেছিলাম যে কেন এবং কিভাবে অন্যদের শিষ্য হিসাবে প্রস্তুত করা হল ঈশ্বরের প্রতি এবং অন্যদের প্রতি নিজেদের প্রেম প্রদর্শন করা।

নিজের কাহিনী অন্যদের বলা, ঈশ্বরের কাহিনী বলা এবং দল গঠন করা এবং তাদেরকে সেই এই কাজ করতে প্রশিক্ষণ দেওয়াঃ আমি এই নীতিগুলি ব্যবহার করার জন্য আগ্রহী হয়ে অপেক্ষা করছিলাম। কাজ শুরু করার সাথে সাথে, আমরা প্রথম বছরেই প্রায় ৬৩টি দল গঠন করি এবং তাদেরকেও সেই একই কাজ করতে প্রশিক্ষণ দিতে থাকি। কিছু কিছু দল ১৪ প্রজন্ম পর্যন্ত পৌঁছে যায়। প্রথম দুই বছরে প্রায় কয়েকশ দল গঠন হয় কিন্তু আমরা সেগুলির সঠিক যত্ন নিতে পারছিলাম না, সেই দলগুলি দীর্ঘস্থায়ী হচ্ছিল না অথবা বৃদ্ধি লাভ করছিল না যেভাবে বৃদ্ধি পাওয়া উচিত ছিল। আমরা নতুন দল গঠন করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা সেই নীতিগুলি প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছিলাম।

ধন্যবাদের বিষয় হল কার্টিস আমাদের উপরে আশা ছেড়ে দেন নি। তিনি ক্রমাগত আমাদের শিক্ষা দিচ্ছিলেন, প্রয়োজনীয় নীতিগুলির উপরে গুরুত্ব দিতে উৎসাহিত করছিলেনঃ

১) নিজের পরিচর্য্যা কাজের গভীরতার প্রতি যত্ন প্রদান করা। ঈশ্বর বৃদ্ধি দান করবেন।

২) তাদের প্রতি গভীর মনোযোগ দেওয়া যারা আজ্ঞাবহ হবার জন্য প্রস্তুত।

৩) যা করা উচিত করে যাওয়া এবং আপনি দ্রুত বৃদ্ধি পেতে থাকবেন।

৪) সহজ বিষয়গুলি বৃদ্ধি পাবে। সহজ বিষয়গুলি বহুগুনে বৃদ্ধি পাবে।

৫) আজ্ঞাবহ থাকা এবং অন্যদের প্রশিক্ষণ দান করা।

আমাদের কাজ উদ্ধার করার জন্য যা করা প্রয়োজন আমরা তা করতে শুরু করি।আমরা তাদের প্রতি কাজ করতে থাকি যারা নিজেদের আহ্বানের প্রতি স্পষ্টভাবে আজ্ঞাবহ ছিল।

(এটি প্রথমে না করাই ছিল আমাদের প্রাথমিক ব্যর্থতার অন্যতম কারণ)। আমরা টাম্পা’র কিছু কঠিন স্থানে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থনার যাত্রা করতে থাকি, যেন শান্তির পুরুষ খুঁজে পাই – লোকেরা খ্রীষ্টকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয় এবং তাদের পরিচিত লোকদের মধ্যে সুসমাচার প্রচার করতে থাকে – হারিয়ে যাওয়া লোকদের কাছে ও অন্তিম লোকদের কাছে। যখন আমরা আরো অভিজ্ঞতা প্রাপ্ত হই, আমরা প্রথমে স্থানীয় লোকদের এবং পরে বিশ্বব্যাপী লোকদের প্রশিক্ষণ দিতে শুরু করি। স্বাস্থ্যবান দলগুলি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই আন্দোলন ফ্লোরিডার অন্যান্য শহরে এবং চারটি অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। আমাদের প্রাক্তন কিছু শিষ্যদের সাহায্যে এই আন্দোলন আরো দশটি দেশে ছড়িয়ে পড়ে। আমরা সম্পূর্ণ সংগঠনপূর্ণ বিকেন্দ্রিত আন্দোলন থেকে আগামী দুই বছরের মধ্যে সুসমাচার অপ্রাপ্ত এবং অনিযুক্ত লোকদের মধ্যে মিশনারীদের প্রেরণ করতে শুরু করি।

অন্যান্য নেটওয়ার্কের সাথে অংশীদারীত্বের মাধ্যমে, আমরা আরো ৭০টি দেশে প্রশিক্ষকদের প্রেরণ করতে শুরু করি যেখানে আন্দোলন স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পেতে থাকে এবং স্থানীয় লোকেরা সেই অঞ্চলের লোকদের কাছে পৌঁছাতে থাকে। অতিরিক্তভাবে অন্যান্য শহরের লোকেরা আমাদের উদীয়মান প্রশিক্ষণের মাধ্যমে শহরাঞ্চলে উদীয়মান

শুরু করে, সি পি এম নীতি ব্যবহারের মাধ্যমে যা সম্পূর্ণ সম্প্রদায়কে পরিবর্তন করতে পারে।

এই সমস্ত কিছু সম্ভব হয় কারণ আমরা নিজেদের ব্যক্তিগত কাহিনী লোকদের বলছিলাম যে ঈশ্বর কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করেছেন, তাদেরকে যীশুর কাহিনী (সুসমাচার) শুনিয়েছিলাম এবং কিছু সহজ নীতি অনুসরণ করেছিলামঃ কিছু মানুষদের উপরে গভীরভাবে খেয়াল রাখা, পদ্ধতিকে সহজ রাখা, কার্য্যের মাধ্যমে শিক্ষা লাভ করা, এবং ফলাফলের জন্য ঈশ্বরের উপরে নির্ভরশীল থাকা। 

কিভাবে? ঈশ্বরের প্রতি প্রেম, অন্যদের প্রতি প্রেম এবং শিষ্য তৈরি করা যারা অন্যদের শিষ্য বানাতে পারে। সহজ বিষয়গুলি বৃদ্ধি পায়। সহজ বিষয়গুলি বহুগুনে বৃদ্ধি পায়। 

লি উড একজন অনাথ, কুট্টিত, নেশাগ্রস্ত একজন যুবক যিনি ২৩ বছর বয়সে যীশুকে নিজের জীবনে গ্রহণ করেছিলেন, এবং তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছিল। তার ক্ষোভপূর্ণ শক্তি তার চারপাশের সমস্ত লোকদের পক্ষে সংক্রামক। তার হৃদয়ের আবেগ হল খ্রীষ্টের জন্য অন্যদের শিষ্য করা যতক্ষন না সমগ্র বিশ্ব জানতে পারে।

মিশন ফ্রন্টিয়ার্স-এর জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১৮ সালের প্রকাশনায়, মূলতঃ একটি প্রবন্ধ থেকে সংকলিত, http://www.missionfrontiers.org পৃষ্ঠা ২২, এই উপাদানটি ২৪:১৪ বই-এর পৃষ্ঠা ১৩৬-১৩৮-তে উল্লেখিত হয় – সমস্ত লোকেদের পক্ষে একটি সাক্ষ্য, ২৪:১৪ থেকে বা অ্যামাজন-এ উপলব্ধ৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।