২৪:১৪ দর্শন
– স্ট্যান পার্কস দ্বারা লিখিত-
মথি ২৪:১৪-পদে, যীশুর এই প্রতিশ্রুতি: “আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে ৷”
২৪:১৪ দর্শন হলো পৃথিবীতে আমাদের প্রজন্মের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের সাথে সুসমাচার প্রচার করা ৷ যীশু খ্রীষ্ট যেই কার্যটি শুরু করেছিলেন এবং আমাদের পূর্বের অন্যান্য বিশ্বাসযোগ্য কর্মীরাও যেই কার্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমরা সেই প্রজন্ম হতে চাই যারা কার্যটি সম্পূর্ণ করবে ৷ আমরা জানি যে যীশু খ্রীষ্ট ততক্ষণ তাঁর পুনরাগমণের অপেক্ষায় রয়েছেন যতক্ষণ না প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষেরা সুসমাচারের প্রতি সাড়া দেওয়ার সুযোগ পায় ও তাঁর নববধু হবার অংশীদার হয় ৷
প্রত্যেক সম্প্রদায়ের লোকদের মণ্ডলী আরম্ভ করার এই সুযোগটি দেওয়ার উত্তম উপায় এবং তাদের সম্প্রদায়ের বহুগুণে বৃদ্ধি পাওয়াকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি ৷ প্রত্যেকের সুসমাচার শোনার জন্য এটি একটি উত্তম আশা হয়ে ওঠে, যেমন শিষ্যেরা সংখ্যাগরিষ্ঠ এই মণ্ডলীগুলির সম্ভাব্য সকলের সাথে সুসমাচার প্রচার করার জন্য অনুপ্রাণিত হয়েছিল ৷
এই সমস্ত সংখ্যাগরিষ্ঠ মণ্ডলীগুলিই হতে পারে, যাকে আমরা বলি এক মণ্ডলী স্থাপণের আন্দোলন বা চার্চ প্লান্টিং মুভমেন্ট বা সিপিএম ৷ একটি সিপিএম-এর সংজ্ঞা হচ্ছে শিষ্যদের শিষ্য নির্মাণ ও নেতাদের উন্নয়নশীল নেতা গড়ে তোলার সংখ্যাবৃদ্ধি, ফলস্বরূপ স্থানীয় মণ্ডলীদের মণ্ডলীস্থাপণ যা কোনো জনগোষ্ঠী বা জনসংখ্যা বিভাগের দ্বারা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে ৷
২৪:১৪-এর সন্ধি কোন প্রতিষ্ঠান নয় ৷ আমাদের সমাজটি হলো ব্যক্তিবর্গের, সমূহের, মণ্ডলীর, প্রতিষ্ঠানের, যোগাযোগের, এবং আন্দোলনের, যারা প্রত্যেক সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ও স্থানে মণ্ডলী স্থাপণের আন্দোলন দেখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ৷ আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ৩১শে ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে প্রত্যেক সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ও স্থানে কার্যকারীরূপে সিপিএম-এর প্রবৃত্তি দেখা ৷
এর অর্থ হচ্ছে সেই তারিখের মধ্যে প্রত্যেক সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ও অবস্থানের স্থানে আন্দোলনের কৌশলে সমৃদ্ধ একটি সমূহ (স্থানীয়, বহির্মুখী বা সংমিশ্রণ) তৈরী থাকা ৷ মহান আদেশের কার্য কবে সম্পূর্ণ হবে সে বিষয়ে আমরা কোন দাবি করছি না ৷ সেটা ঈশ্বরের দায়িত্ব ৷ তিনি আন্দোলনের ফল নির্ধারণ করবেন ৷
আমরা ২৪:১৪ দর্শনকে চারটি মূল্যবোধের ওপর ভিত্তি করে অনুসরণ করিঃ
-
১. সুসমাচার অপ্রাপ্রদের কাছে পৌঁছানো, মথি ২৪:১৪ পদ অনুযায়ীঃ প্রত্যেক সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ও স্থানে রাজ্যের সসামাচার পৌঁছে দেওয়া ৷
২. মণ্ডলী স্থাপণের আন্দোলনের দ্বারা এটি সম্পাদন করা, বহুল বৃদ্ধিপ্রাপ্ত শিষ্য, মণ্ডলী, নেতা, এবং আন্দোলনের অন্তর্ভুক্তি ৷
৩. ২০২৫ সালের শেষ পর্যন্ত প্রত্যেক সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তি ও স্থানকে আন্দোলনের কৌশলে যুক্ত করতে যুদ্ধকালীন তৎপরতায় কার্য করা ৷
৪. এই বিষয়গুলি অন্যান্যদের সঙ্গে সহযোগিতায় সম্পন্ন করা ৷
আমাদের দর্শন হলো আমাদের জীবদ্দশায় বিশ্বের সমগ্র সম্প্রদায়ের মানুষের মধ্যে এক সাক্ষ্য হিসাবে রাজ্যের সুসমাচার ঘোষিত হতে প্রত্যক্ষ করা ৷ আমরা আপনাদের প্রত্যেক সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তির মধ্যে ও স্থানে রাজ্য আন্দোলনের কার্য শুরু করার জন্য প্রার্থনা ও পরিচর্যায় যোগ দিতে আহ্বান করছি ৷
স্ট্যান পার্কস, পি এইচ ডিঃ ২৪:১৪ সন্ধির (সুবিধার্থী দল), বিয়ন্ড (ভাইস প্রেসিডেন্ট গ্লোবল স্ট্রাটেজিস), এবং এথনে (নেতৃত্বদানকারী দল) এর সাথে কার্য করেছেন । তিনি বিশ্বব্যাপী বিভিন্ন সিপিএমের শিক্ষক ও প্রশিক্ষক এবং তিনি ১৯৯৪ সাল থেকে সুসমাচার অপ্রাপ্তদের মধ্যে বসবাস ও তাদের সেবা করেছেন ৷
এই উপাদানটি ২৪:১৪ বই-এর ১৩৯-১৪৪, ১৪৭ পৃষ্ঠায় প্রথম উল্লেখিত হয় – সমস্ত লোকদের পক্ষে একটি সাক্ষ্য ২৪:১৪ থেকে বা অ্যামাজন–এ উপলব্ধ ৷