Categories
আন্দোলন সম্পর্কে

২৪:১৪ – অবশেষে যুদ্ধের সমাপ্তি

২৪:১৪ – অবশেষে যুদ্ধের সমাপ্তি

স্ট্যান পার্কস্ এবং স্টিভ স্মিথ

একটি নবায়িত যুদ্ধ গত ৩০ বছরের অধিক সময় ধরে শান্তভাবে চলতে থাকে। প্রথমে, এটি সম্পূর্ণভাবে কয়েকজন “স্বাধীনতা সংগ্রামী”-দের দ্বারা শান্ত বিদ্রোহের আকারে আরম্ভ হয়েছিল যারা কোটি কোটি মানুষ সুসমাচারের বাক্য শ্রবণ না করে জীবিত থাকে এবং মৃত্যু বরণ করে তা দেখতে অনিচ্ছুক। এরা মৌলবাদী, কখনই মেনে নিতে পারে না যে লোকেরা “এই জগতের অধিপতির” বন্ধনে থেকে মৃত্যুবরণ করে, এবং এদের অনেকেই প্রভূ যীশুর দ্বারা বন্দীদেরকে মুক্ত করার জন্য নিজেদের জীবন বলিদান করেছেন।

 

এটি কোন জাগতিক যুদ্ধের মহাসম্মেলনের পুনরাগমন নয় যা প্রভূ যীশুর নামে আসছে। এই রাজ্য প্রত্যক্ষ করা যাবে, যেমন  প্রভূ যীশু ঘোষনা করেছেনঃ 

“আমার রাজ্য এ জগতের নয়। যদি আমার রাজ্য এই জগতের হত, তবে

আমার অনুচরেরা প্রাণপন করিত, যেন আমি যিহূদীদের হস্তে সমর্পিত না হই।

কিন্তু আমার রাজ্য ত এখানকার নয়।” (যোহন ১৮:৩৬)

 

এটি এক মানুষের আত্মার যুদ্ধ। এই সেনারা বিশ্বাস করে যে আত্মার আন্দোলনের বৃদ্ধির ন্যায় শিষ্যত্ব, মণ্ডলী, নেতৃবৃন্দ এবং আন্দোলন আত্মীক আন্দোলনে বহুগুণে বৃদ্ধি পেতে সক্ষম, যেভাবে তারা প্রারম্ভিক মণ্ডলীতে করেছিল। তারা এটি বিশ্বাস করে যে খ্রীষ্টের আদেশ এখনও সম-পরিমাণ ক্ষমতা এবং আত্মার শক্তি বহন করে যা ২০০০ বছর পূর্বে ছিল।

 

আজকের যুগেও পুনরায় মণ্ডলী স্থাপনের আন্দোলনগুলি (CPMs) ছড়িয়ে পড়ছে যেভাবে প্রেরিতদের কার্যবিবরণীর সময়ে এবং ইতিহাসের বিভিন্ন সময়ে ঘটেছে। এটি কোন নূতন ঘটনা নয় কিন্তু পুরাতন। তারা বাইবেলের প্রাথমিক শিষ্যত্বকে পোষন করে যে প্রভূ যীশুর সমস্ত প্রকারের শিষ্যেরা অনুকরণ করতে পারে, ১) প্রভূ যীশুর অনুসারীগণ ২) মনুষ্যধারীগণ (মার্ক ১:১৭)। প্রত্যেক মহাদেশে, যেখানে এক সময় বলা হত যে, “মণ্ডলী স্থাপনের আন্দোলন এখানে কার্যকারী করা সম্ভব নয়,” সেখানেই এই আন্দোলন ছড়িয়ে পড়ছে।

 

বাইবেলের নীতিগুলি সমস্ত ব্যবহারিক, পুনরুৎপাদনকারী আদর্শগুলি আন্দোলনগুলিতে এবং ভিন্ন সংস্কৃতির অঞ্চলগুলিতে ব্যবহৃত হয়েছে। ঈশ্বরের দাসেরা এমন উপায়ে হারিয়ে যাওয়া লোকদের উদ্ধার করছেন, শিষ্যদের তৈরি করছেন, স্বাস্থ্যবান মণ্ডলী স্থাপন করছেন এবং ঈশ্বরীয়  নেতাদের বিকাশ করছেন, যেন তারা প্রজন্মের পর প্রজন্ম নিজেদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং সার্বিকভাবে নিজেদের সম্প্রদায়কে পরিবর্তন করতে পারেন।

 

ঐতিহাসিক ভাবে কেবলমাত্র এই আন্দোলনগুলিকেই আমরা একমাত্র উপায় হিসাবে দেখতে পাই যেখানে ঈশ্বরের রাজ্য লোকসংখ্যা বৃদ্ধির অনুপাতের অধিক বৃদ্ধি পাচ্ছে। তাদের ছাড়া, কোন উত্তম সেবাকাজের প্রচেষ্টাও নিজেদের জমি হারায়।

 

এই নবায়িত প্রচেষ্টার স্রোত অগ্রে এগিয়ে চলেছে এবং এটি একটি অদম্য শক্তি। এই বিদ্রোহ কোন খামখেয়ালী নয়। প্রায় ২০ বছরের অধিক সময় ধরে এই পুনরুৎপাদনকারী মণ্ডলীগুলির সাথে, ১৯৯০ সাল থেকে শুরু করে ২০২০ সালের মে মাস পর্যন্ত প্রায় ১৩৬০ টির-ও অধিক আন্দোলনগুলির সংখ্যাবৃদ্ধি হয়েছে, যার প্রতিবেদন আমরা প্রত্যেক মাসে পাই। প্রত্যেকটি আন্দোলনের বৃদ্ধির পিছনে রয়েছে মহান সহিষ্ণুতা এবং ত্যাগ।

 

এই মিশন — প্রত্যেকটি সুসমাচার অপ্রাপ্ত মানুষ এবং প্রত্যেকটি স্থানে ঈশ্বরের বাক্য নিয়ে যাবার জন্য — বহু ধরনের বাস্তবিক নির্যাতনের সম্মুখীন হয়েছে। এটি প্রভূ যীশুর নাম অন্ত পর্যন্ত প্রত্যেকটি স্থানে প্রভাব বিস্তার করছে তা দেখতে পাওয়ার একটি সংগ্রাম, যেন সমস্ত লোকেরা তাঁর আরাধনা করে। এই মিশন সমস্ত ধরনের মূল্য প্রদান করতে সক্ষম, এবং এটি মূল্য প্রদানের  যোগ্যও! তিনি এটির যোগ্য।

 

বর্তমান যুগের প্রায় ৩০ বছরের আন্দোলনের পুনরুত্থানের দ্বারা, একটি বিশ্বব্যাপী জোট গঠিত হয়েছে, এটি কোন প্রেক্ষাগৃহে আলোচনা সভা থেকে উদ্ভব হয়নি, কিন্তু এটি সেই সমস্ত নেতাদের দ্বারা সংগঠিত হয়েছে যারা এই আন্দোলনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বদা সচেষ্ট আছেনঃ

আর সর্বজাতির কাছে নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে

প্রচার করা যাইবে; আর তখন শেষ উপস্থিত হইবে। – (মথি ২৪:১৪) 

 

যখন ঈশ্বর প্রত্যেক ভাষা, জাতি, উপজাতি এবং দেশের লোকদের অগণিত সংখ্যায় নিজের রাজ্যে নিয়ে আসছেন, তখন আমরা বলিঃ “প্রভু যীশু, এস!” (প্রকাশিত বাক্য ২২:২০)। আমরা ক্রন্দন করিঃ

 

তোমার রাজ্য আসুক! (আন্দোলন)

 

কোন স্থান পরিত্যক্ত নেই! (সবাই সুসমাচার প্রাপ্ত)

 

যা পূর্বে শুরু হয়েছিল তা শেষ হয়েছে! (আমাদের পূর্বের দাসদের সম্মান প্রদান)

 

প্রার্থনার মাধ্যমে, আমরা এক জোট হিসেবে অনুভব করেছি যে ঈশ্বর আমাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে আদেশ করেছেনঃ আমাদের লক্ষ্য এই যে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেক সুসমাচার অপ্রাপ্ত স্থানে এবং লোকদের মাঝে একটি প্রভাবশালী রাজ্যের আন্দোলনের (মণ্ডলী স্থাপনের আন্দোলন) মাধ্যমে সুসমাচার প্রদান করা।

 

আমরা এই মহান মিশনকে সম্পাদন করার জন্য বৃহত্তর রাজ্যের সহযোগীতায় সমস্ত ধরনের সংস্থাগত এবং সম্প্রদায়গত ব্র্যান্ডগুলিকে গৌন রূপে বিবেচনা করেছি। আমাদের উন্মুক্তভাবে যেকোন মানুষকে সদস্য এবং স্বেচ্ছাসেবক সৈন্যবাহিনী বানানোর জন্য যে পদটি অনুপ্রাণিত করে তা হলঃ ২৪:১৪।

 

আমরা পাশ্চাত্য-কেন্দ্রিক কর্মোদ্যোগ নই। আমরা দক্ষিণ এশিয়ার গৃহমণ্ডলীর আন্দোলন, ১০/৪০ জানালার মুসলিম লোকদের আন্দোলন, মিশনারী প্রেরক সংস্থা, আধুনিক অঞ্চলে মণ্ডলী স্থাপনের নেটওয়ার্ক, প্রতিষ্ঠিত মণ্ডলী এবং আরো অনেকের সমন্বয়ে গঠিত একটি উদ্যোগ (এই সংস্করণে বিবিধ সাক্ষ্যসমূহগুলি দেখুন)। 

 

আমরা সেই অনুঘটনকারী, সংখ্যাবৃদ্ধিকারী এবং মণ্ডলী স্থাপণ আন্দোলনগুলির সমর্থনকারীদের বিশ্বব্যাপী সুসমাচার অপ্রাপ্ত ব্যক্তি এবং স্থানকে জরুরীভাবে সংযুক্ত করার জন্য একটি সহযোগী সম্প্রদায়৷

 

খ্রীষ্টেতে ভ্রাতা বোনদের সাথে ত্যাগ স্বীকার করতে, সমস্ত লোকের প্রতি সাক্ষী হিসেবে গোটা বিশ্বজুড়ে সুসমাচার ঘোষিত হতে দেখার জন্য আমরা এক যুদ্ধকালীন মানসিকতার জন্য আহ্বানের দ্বারা অনুপ্রাণিত হয়েছি (এই articleটি দেখুন)।

 

এই বিপ্লব কি অন্যান্য শত শত পরিকল্পনা থেকে ভিন্ন যা বিগত শতাব্দীগুলিতে উদ্ভূত হয়েছে?  আমরা বিশ্বাস করি হ্যাঁ (এই articleটি দেখুন)৷ আমরা এমন একটি সম্পর্কের সম্প্রদায় যা স্বয়ং আন্দোলনের তৃণমূল থেকে এসেছিল, একই দর্শনের দ্বারা বিমুগ্ধ হয় এবং এটি সংঘটিত করতে একত্রে কাজ করতে ইচ্ছুক৷ এই ২৪:১৪-এর দর্শন ঐতিহাসিক এবং বর্তমান প্রচেষ্টার চরম কার্যকারিতা সম্পূর্ণভাবে এর সংযুক্তিকরণের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

 

একটি অন্তিম প্রজন্ম থাকবে। এটি সমগ্র বিশ্বে ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির মাধ্যমে পরিচিত হবে, এবং বিশ্বব্যাপী সমস্ত বিরোধীতার মুখোমুখী হয়েও এগিয়ে যাবে। মথি ২৪ অধ্যায়ে প্রভূ যীশু যে বিষয়ে বর্ণনা দিয়েছেন তা দেখে আমাদের প্রজন্ম অদ্ভুত মনোভাব পোষন করে।

 

আমরা ২,০০০ বছরের একটি এক আত্মীক যুদ্ধের সমাপ্তি দেখতে পারি। শত্রুর পরাজয় দৃষ্টিগোচর হয়। দিগন্তেএমন কোন স্থান পরিত্যক্ত নেই যেখানে যীশুর নাম উচ্চারিত হচ্ছে না হয় (রোমীয় ১৫:২৩)। ঈশ্বর আমাদের মথি ২৪:১৪-কে পূর্ণকারী সেই প্রজন্ম হওয়ার জন্য মূল্য প্রদান এবং গভীর ত্যাগ স্বীকার করতে বলছেন৷ আপনি কি প্রস্তুত?

মিশন ফ্রন্টিয়ার্স-এর জানুয়ারী-ফেব্রুয়ারী ২০১৮ সালের প্রকাশনায়, মূলতঃ একটি প্রবন্ধ থেকে সংকলিত, http://www.missionfrontiers.org পৃষ্ঠা ৭-১২, এই উপাদানটি ২৪:১৪ – সমস্ত লোকেদের পক্ষে একটি সাক্ষ্য বই-এর পৃষ্ঠা ১৭৪-১৮১-তে বিস্তারিত এবং সম্পাদিত হয়, ২৪:১৪ থেকে বা অ্যামাজন-এ উপলব্ধ৷

মিশন ফ্রন্টিয়ারসএর জানুয়ারী-ফেব্রুয়ারি ২০১৮ সংখ্যায় প্রকাশিত একটি নিবন্ধ থেকে সম্পাদিত এবং ঘনীভূত, www.missionfrontiers.org,

পৃষ্ঠা ৭-১২, সম্প্রসারিত এবং প্রকাশিত হয়েছে ২৪:১৪ বইয়ের ১৭৪-১৮১ পৃষ্ঠায় – সমস্ত মানুষের কাছে সাক্ষ্য, ২৪:১৪

বা আমাজন

থেকে উপলব্ধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।